![ইসলামপুরে যুবদল-ছাত্রদলের ৪ নেতা গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/06/abnerws-24_124615.jpg)
জামালপুর, ০৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : জামালপুর জেলার ইসলামপুরে গতকার ০৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে অভিযান চালিয়ে ছাত্রদল ও যুবদলের ৪জনকে আটক করেছে ইসলামপুর থানা পুলিশ। আটককৃতরা হলেন-উপজেলা যুবদলের সাবেক যুগ্নআহবায়ক মাহফুজুর রহমান লুলু,পৌরযুবদলের সাংগঠনিক সম্পাদক মনির খানলোহানী,উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম বিপুল ও সিনিয়র যুগ্নসাধারণ সম্পাদক শাখিল আহাম্মেদ পাপন ।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান খান জানান-৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের মামলার রায়কে কেন্দ্র করে ন্যাশকতার আশস্কায় তাদেরকে আটক করা হয়েছে।
এবিএন/মো. শাহ্ জামাল/জসিম/তোহা