
ঢাকা, ০৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলার রায় ঘোষণার দিন আওয়ামী লীগ রাজপথে থাকবে না। রাজপথে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী।
তিনি বলেন, ‘রায়ের দিন বিএনপি রাস্তায় কোনও ধরনের নৈরাজ্য করলে, বিশৃঙ্খলা করলে তা ঠেকাতে আওয়ামী লীগ নয়, আইনশৃঙ্খলা বাহিনী নামবে। আইনশৃঙ্খলা বাহিনী জনগনের জানমাল রক্ষায় যা যা প্রয়োজন তাই তাই করবে।’
তোফায়েল আহমেদ আজ মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত টি রিসার্চ ইনস্টিটিউট, চাইনিজ একাডেমি অব এগ্রিকালচারাল সায়েন্সেস এবং বাংলাদেশ চা বোর্ডের মধ্যে একটি সমঝোতা স্বারক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।