![সিরাজগঞ্জে যমুনা নদীর তীরবর্তী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/06/sirajgoang_abnews24_124632.jpg)
সিরাজগঞ্জ, ০৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : আন্তর্জাতিক সেবামূলক সংগঠন এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জের পক্ষ থেকে যমুনা নদীতীরবর্তী অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয় মাঠে এই কম্বল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ মুনিরুজ্জামান।
এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জের সভাপতি এপেক্সিয়ান হেলাল আহমেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে আন্তর্জাতিক সেবামূলক ক্লাব এপেক্স ক্লাবের মানবিক সহায়তা কার্যক্রমের প্রশংসা করেন এবং শিক্ষাঙ্গনসহ সর্বত্র সেবা ছড়িয়ে দেয়ার আহবান জানান।
অনুষ্ঠানে ক্লাবের সাধারন সম্পাদক মহিবুল্লাহ মহিব সিনিয়র সহ সভাপতি রায়হান কবির মিঠু, জুনিয়র সহসভাপতি ফরহাদ হোসেন খান, পরিচালকবৃন্দের পক্ষে প্রদীপ চন্দ্র রায়, ফুলাদ হায়দার খান, কায়েস হেলাল, ডা: মজনু মোল্লা, কাউছার আহমেদ, এ্যাড. কামরুজ্জামান খোকন প্রমূখ বক্তব্য রাখেন। এ কর্মসূচীর প্রথম দিনে দেড়শতাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এবিএন/এস,এম তফিজ উদ্দিন/জসিম/রাজ্জাক