শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • লালপুরে মাতৃভাষা, বিজ্ঞান ও প্রযুক্তি দিবস উদযাপনের প্রস্তুতি সভা

লালপুরে মাতৃভাষা, বিজ্ঞান ও প্রযুক্তি দিবস উদযাপনের প্রস্তুতি সভা

লালপুরে মাতৃভাষা, বিজ্ঞান ও প্রযুক্তি দিবস উদযাপনের প্রস্তুতি সভা

লালপুর (নাটোর), ০৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি দিবস উদযাপনের প্রস্তুতি সভা আজ মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহা. আবু তাহিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ, পল্লী বিদ্যুৎ লালপুর জোনের ডিজিএম মোমিনুল ইসলাম, লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনসারুল হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবীন কুমার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইয়াকুব আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম আসাদুজ্জামান, লালপুর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন, লালপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুস সাত্তার হিরু প্রমুখ।

এ সময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন। সভায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ ও তা সুষ্ঠুভাবে পালনের উপর গুরুত্বারোপ করে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।

এবিএন/মোয়াজ্জেম হোসেন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত