শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • জামালপুরে বিএনপি-জামায়াতের ৭০ নেতাকর্মী গ্রেফতার
১২০ জনের বিরুদ্ধে মামলা

জামালপুরে বিএনপি-জামায়াতের ৭০ নেতাকর্মী গ্রেফতার

জামালপুরে বিএনপি-জামায়াতের ৭০ নেতাকর্মী গ্রেফতার

জামালপুর, ০৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : জামালপুরে পুলিশী অভিযানে বিএনপি-জামাতের ৭০জনকে গ্রেপ্তারসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছ পুলিশ। জামালপুর পুলিশ কন্ট্রোল রুমের সূত্রে জানাগেছে, সদর উপজেলা জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক গোলাম রব্বানী ও জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মনোয়ারুল ইসলাম কর্ণেলসহ ১৫ বিএনপি’র নেতাকর্মী, ইসলামপুরে উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম বিপুল ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহফুজ্জামান লুলু, পৌরযুবদলের সাংগঠনিক সম্পাদক মনির খানলোহানী, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম বিপুল ও সিনিয়র যুগ্নসাধারণ সম্পাদক শাখিল আহাম্মেদ পাপনসহ ৮জন,

মেলান্দহের কুলিয়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান মেহের (৪৩), বিএনপি’র কর্মী-স্বর্ণকার আ: সালাম ও ফুলকোচা ইউনিয়ন বিএনপি’র কর্মী আবুল হোসেনসহ ৯জন, সরিষাবাড়ীতে উপজেলা উপজেলা জামায়াতের আমির মাসুদ রানা দুলাল ও পৌরসভার ২নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হাসান মিয়াসহ ১৩জন, মাদারগঞ্জে ৪ জন, দেওয়ানগঞ্জে ৩জন ও বকসীগঞ্জে ১০ জন উল্লেখযোগ্য। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ছাড়াও জেলা বিএনপির সভাপতি ও সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীমসহ অজ্ঞাত ১০০-১২০ জনকে আসামি করা হয়। জেলা বিএনপি’র সভাপতি শামীম তালুকদার মিথ্যা মামলায় গ্রেপ্তার-হয়রানির নিন্দা জানিয়েছেন।

পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন জানিয়েছেন, গ্রেফতারকৃতরা নিয়মিত মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। কাউকে হয়রানির জন্য গ্রেফতার করা হয়নি।

এবিএন/শাহ ্জামাল/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত