![তিতাসে বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/06/titas_124638.jpg)
তিতাস (কুমিল্লা), ০৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : কুমিল্লার তিতাস উপজেলার ১নং সাতানী ইউনিয়নে ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কালির বাজার মাঠে এসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কতৃক উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. সামসুল হক সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো.কামরুল হাসান মিতু,এস আই আব্দুল বারী, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আরা, ইউনিয়ন কারিগরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহিদ উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন, সাংবাদিক কবির হোসেন,সমাজ সেবক মো. কামাল হোসেন,মো. ইকবাল হোসেন ,মো. দেলোয়ার হোসেন মোল্লা ও আবদুল গনি প্রমূখ।
এবিএন/কবির হোসেন/জসিম/রাজ্জাক