![পাবনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/06/atok_124643.jpg)
পাবনা, ০৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : পাবনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান তোতাসহ ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে শহরের শিবরামপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত অন্য নেতাকর্মীরা হলেন কালাম ফকির, ওমর ফারুক, মনির হোসেন ও সাইফুল ইসলাম। এরা সকলেই বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী বলে জানা গেছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে জানান, গেলো ১ জানুয়ারি পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার নেতাকর্মীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এবিএন/মমিন/জসিম