বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

চাঁদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত

চাঁদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত

চাঁদপুর, ০৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের পশ্চিম মৈশাদী গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ৬ মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরো ৩ জন। নিহত শিশুর নাম সুমাইয়া আক্তার ইভা।

আজ মঙ্গলবার ভোর রাতে ওই গ্রামের মিয়াজী বাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমাইয়া ওই বাড়ীর নাছির মিজির কন্যা। নাছির মিজি, তার স্ত্রী মারজানা বেগম (২৫), ছেলে নয়ন (৮) এ সময় অগ্নিকাণ্ডে আহত হয়।

মিজি বাড়ীর বাসিন্দা হাসান, সামাদ ও চাঁন মিজি জানান, ঘটনার সময় হঠাৎ করে বিকট শব্দ হয়। বাড়ির লোকজন উঠে এসে শুধু নাছিরের ঘরে আগুন দেখতে পায়। সকলে চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হলেও ততক্ষণে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

তারা আরো বলেন, বিস্ফোরণের পর নাছির, তার স্ত্রী ও ছেলে ঘর থেকে দৌড়ে বের হলেও শিশু কন্যাকে নিয়ে আসতে দেরি হয়ে যায়। এতে শিশুটি আগুনে পুড়ে যায়। আহতদের বাড়িতে চিকিৎসা দেয়া হয়েছে।

মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক পাটওয়ারী জানান, ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডারটি মেয়াদ উত্তীর্ণ ছিল অথবা অসতর্কতার কারণে এই দুর্ঘটনা হয়েছে। সকালে বিষয়টি চাঁদপুর মডেল থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। তিনি জানান, ক্ষতিগ্রস্থ পরিবারকে পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত