![জামালপুরে বিএনপির ৭০ নেতা-কর্মী আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/06/jamalpur@abnews_124659.jpg)
জামালপুর, ০৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : জামালপুুর জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক গোলাম রব্বানীসহ জেলার সাতটি উপজেলা থেকে সোমবার রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত মোট ৭০ জন বিএনপি নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
জামালপুর জেলা শহরের পৃথক পৃথক স্থান থেকে সোমবার রাতে জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক গোলাম রব্বানী, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন কর্নেল, শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আছলাম হোসেন এবং হাফিজুরকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
একই রাতে সরিষাবাড়ি উপজেলা শহর থেকে উপজেলা জামায়াতের আমীর মাসুদ রানা দুলাল এবং পৌর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো: হাসানকে আটক করা হয়েছে।
এছাড়াও ইসলামপুর থানা মোড় থেকে ইসলামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু, মনির খান লোহানী এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বিপুল ও যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ পাপনকে গ্রেফতার করেছে ইসলামপুর থানা পুলিশ।
সবমিলিয়ে জেলা বিএনপি-জামাতের ৭০ নেতাকর্মীকে আটক করা হয়। ৭ টি উপজেলার আটক ৭০ জনের মাঝে সদর উপজেলার ১৮ জন, সরিষাবাড়ি উপজেলার ১৫ জন, মেলান্দহ উপজেলার ৯ জন, ইসলামপুর উপজেলার ৮ জন, মাদারগঞ্জ উপজেলার ৮ জন, বকসীগঞ্জ উপজেলার ১০ জন এবং দেওয়ানগঞ্জ উপজেলার ২ জনকে আটক করে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে পুলিশের বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আটককৃতদের কোর্টে পাঠানো হয়েছে। জামালপুর সদর থানার ওসি নাসিমুল ইসলাম জানান, নাশকতার পূর্ব প্রস্তুতি নেয়ার অভিযোগে পুলিশের বিশেষ ক্ষমতা আইনে জামালপুর শহরের পৃথক পৃথক স্থান থেকে বিএনপি নেতা গোলাম রব্বানী ও ছাত্রদলের ৪ জনসহ মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
এবিএন/মমিন/জসিম