![আগৈলঝাড়ায় বিভিন্ন মামলায় গ্রেফতার ৭](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/06/graftarr_124675.jpg)
আগৈলঝাড়া (বরিশাল) , ০৬ জানুয়ারি, এবিনিউজ : বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন মামলার এজাহারভুক্ত ৫ আসামীসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
থানাসূত্রে জানা গেছে, উপজেলার বাকাল গ্রামের চুরির মামলার এজাহারভুক্ত পলাতক আসামী হারুন ফকির, ছয়গ্রামের রবিউল পাইক, হাফেজ সন্যামত, মোল্লাপাড়া গ্রামের গোবিন্দ সরকার, ও আস্কর গ্রামের রিপন বাড়ৈকে সোমবার রাতে পুলিশ গ্রেফতার করে।
এছাড়া উপজেলার বাগধা ইউনিয়ন ছাত্রদল যুগ্ম-সম্পাদক শাহিন বখতিয়ার ও ওই ইউনিয়নের ছাত্রদল নেতা রিপন বখতিয়ারকে সোমবার রাতে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের গতকাল মঙ্গলবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/রাজ্জাক