![পাঁচবিবি বাগজানা ইউনিয়নে কর্মশালা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/06/pachbibi-map_124688.jpg)
পাঁচবিবি (জয়পুরহাট), ০৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : জয়পুরহাটের পাঁচবিবি বাগজানা ইউনিয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদের আয়োজেনে সর্বস্তরের জন প্রতিনিধি, শিক্ষক , সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজ সহ অন্যান্ন স্টেক হোল্ডারদের অংশগ্রহনে এসডিজি এর লক্ষ মাত্রা অর্জনের জন্য কর্ম পরিকল্পনা ও বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান নাজমুল হকের সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ার্যামন প্রভাষক মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ,কে,এম হেদায়েতুল ইসলাম।
বক্তব্য রাখেন- উপজেলা প্রাণী সম্পদের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ হাসান আলী, ইউপি সচিব আব্দুল ওহাব, প্যানেল চেয়ারম্যান কাউছার রহমান, আরিফ হোসেন প্রমুখ। কর্মশালা পারিচালনায় ছিলেন ওয়ার্ল্ড ভিশনের প্রকল্প ম্যানেজার চিত্ররঞ্জন বালা।
এবিএন/সজল কুমার দাস/জসিম/রাজ্জাক