![ভোলায় বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/06/grefter@abnews_124689.jpg)
ভোলা, ০৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : ৮ ফেব্রুয়ারী খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় ঘিরে সারা দেশের ন্যায় উপকূলীয় দ্বীপ জেলা ভোলায়ও সতর্কাবস্থায় রয়েছে পুলিশ। নাশকতার আশঙ্কায় সোমবার গভীর রাত থেকে গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ ট্রুম্যান জানান, পুলিশ ভোলা সদর উপজেলা থেকে ছাত্রদল নেতা মোহাম্মদ আলী, দৌলতখান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবুল ও বিএনপি নেতা সিদ্দিক এবং বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সহ-সভাপতি হাসান হাওলাদারকে গ্রেপ্তার করেছে।
ভোলার পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন জানান, নাশকতার আশঙ্কায় পুলিশ এদেরকে গ্রেপ্তার করেছে।
এবিএন/আদিল হোসেন তপু/জসিম/রাজ্জাক