![মাদারীপুরের মস্তফাপুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/06/20180206_172705_124691.jpg)
মাদারীপুর, ০৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : মাদারীপুরের মস্তফাপুর এলাকায় পরিত্যক্ত পুকুর থেকে রাজ্জাক হাওলাদার (৩৮) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকালে জেলার সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়ের ২ নং ওয়ার্ডের জয়ার এলাকা থেকে হাতপা বাঁধা লাশটি উদ্ধার করা হয়। নিহত রাজ্জাক হাওলাদার ওই এলাকার দেরাজ উদ্দিন হাওলাদারের ছেলে। সে পেশায় একজন কৃষক। সোমবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা যায়।
পরিবার ও পুলিশ জানাগেছে , সোমবার সন্ধ্যা থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না রাজ্জাক হাওলাদারকে। মঙ্গলবার বিকেলের দিকে বাড়ি কাছের একটি পরিত্যাক্ত ডোবায় জামাকাপড় ভাসতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে ডোবা থেকে লাশটি উদ্ধার করে। এসময় লাশের পায়ে ইট বাঁধা ছিল বলে জানা গেছে। ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে রাতেই কেউ হত্যা করে লাশটি ডোবায় ফেলে রাখে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, 'খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করি। লাশটি ময়না তদন্তের জন্য মাদারীপুর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকান্ড হয়েছে বলে ধারনা করা হচ্ছে।'
এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/রাজ্জাক