![বিএনপির সাবেক এমপি হাসান উদ্দিন সরকারসহ গ্রেফতার ৫](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/06/graftarr_124700.jpg)
গাজীপুর , ০৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারকে সহ পাঁচ জনকে মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় তাদের টঙ্গীর আহসান উল্লাহ সরকার ইসলামিক কমপ্লেক্সের সামনে থেকে গ্রেফতার করা হয়।
হাসান সরকারের বড় ছেলে সরকার সাইফুল ইসলাম বিপ্লব জানান, হাসান সরকার মঙ্গলবার মঙ্গলবার সন্ধ্যায় মসজিদে মাগরিবের নামাজ পড়ে নিজের প্রতিষ্ঠিত আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্সের উম্মুক্ত মিলনায়তনে বসে নিত্যদিনের মত ইসলামিক ও সমসাময়িক আলাপ আলোচনা করছিলেন।
এসময় তার সাথে ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আবু আহমেদ, স্কুল শিক্ষক আজিজুল হক রাজু মাস্টার ও ব্যবসায়ী হাসান উদ্দিন লস্কর। এসময় একদল পুলিশ ফাউন্ডেশনের মূল ফটক দিয়ে সেখানে প্রবেশ করে এবং তাদেরকে থানায় যেতে বলে। প্রতিউত্তরে হাসান সরকার আদালতের কোন গ্রেফতারি পরোয়ানা বা মামলা আছে কিনা জানতে চান। কিন্তু পুলিশ তাদের কারোর বিরুদ্ধেই সুনির্দিষ্ট কোন অভিযোগ বা গ্রেফতারি পরোয়ানা দেখাতে পারেনি। এরপরও তাদেরকে অন্যায়ভাবে টঙ্গী মডেল থানায় নিয়ে আটক করা হয় বলে বিপ্লব সরকার অভিযোগ করেন।
এব্যাপারে স্থানীয় সাংবাদিকেরা টঙ্গী মডেল থানায় যোগাযোগ করলে থানার ওসি ফিরোজ তালুকদারও তাদেরকে গ্রেফতারের সুনির্দিষ্ট কোন কারণ জানাতে পানেনি। এমনকি ওসি এব্যাপারে কোন মন্তব্য করতেও অপারগতা প্রকাশ করেন।
টঙ্গী থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম শুক্কুর জানান, মঙ্গলবার সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে হাসান উদ্দিন সরকার, আহসান উল্লাহ সরকার ইসলামিক কমপ্লেক্স থেকে বের হয়ে আসছিলেন। এসময় টঙ্গী থানার পুলিশ হাসান উদ্দিন সরকারসহ ওই তিনজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এর আগে দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪২নং ওয়ার্ডের কাউন্সিলর ও গাজীপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি সুলতান উদ্দিনকে পূবাইল এলাকা থেকে গ্রেফতার করে জয়দেবপুর থানা পুলিশ।
এবিএন/আলমগীর হোসেন/জসিম/রাজ্জাক