বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ফরিদপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

ফরিদপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

ফরিদপুর, ০৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : ফরিদপুরের ভাঙ্গায় বাসের সঙ্গে সংঘর্ষে ব্যাটারিচালিত একটি অটোরিকশার ৫ আরোহী নিহত হয়েছেন।

আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পৌরসভার ব্র্যাক অফিসের সামনে স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন চালক আবু শেখ (৩৫), খালেদা বেগম, তার স্বামীর নাম শহীদুল ইসলাম, বাড়ি ভাঙার চৌধুরীকান্দা মহল্লায়। আরেকজন হলেন ভাঙ্গার বামুনডাঙ্গার মিজানুর শেখ (৪০)। পরিচয় পাওয়া যায়নি দুজনের।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এজাজুল ইসলাম জানান, ব্যাটারিচালিত অটোরিকশাটি মালিগ্রা থেকে যাত্রী তুলে চৌরাস্তা এলাকা দিয়ে যাওয়ার সময় খুলনা থেকে গাজীপুরগামী ইমা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাস নিয়ে চালক দ্রুত চলে যাওয়ায় পুলিশ ধরতে পারেনি। নিহতদের মরদেহ আপাতত ভাঙ্গা হাইওয়ে থানায় রাখা হয়েছে।

গতকাল মঙ্গলবার ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক দুর্ঘটনায় ৩ জন ও ফরিদপুর সদরে বাস দুর্ঘটনায় ৩ জন মোট ৬ জন নিহত হন।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত