![ইদ্রাকপুর ২নং সরকারি প্রা: বিদ্যালয়ের দিঘিটি যেন শিক্ষার্থীদের মরণ ফাঁদ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/07/munshigonj-school_124728.jpg)
মুন্সীগঞ্জ, ০৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : মুন্সীগঞ্জ সদর থানার মুল কেন্দ্রস্থলে অবস্থিত ইদ্রাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নানা সমস্যায় জর্জরিত। সমস্যাগুলোর মধ্যে দুটি সমস্যা এখন স্কুলের শিক্ষার্থীদের দারুনভাবে ভোগাচ্ছে। অনেকটাই তা ছাত্রছাত্রীদের জন্য একটি দুঃস্বপ্ন হয়ে দাড়িয়েছে। একটি সমস্যা দীঘি বিশাল পুকুর ও অপরটি হলো খেলাধুলার জন্য প্রশস্ত মাঠ না থাকা।
প্রতিষ্ঠানে কোন বর্ধিত মাঠ না থাকায় ছাত্রছাত্রীরা খেলাধুলার বিনোদন থেকে সরাসরি হচ্ছে বঞ্চিত। প্রায় তিন শতাধিক শিক্ষার্থীদের স্কুল ভবনের মধ্যেই বন্দি সময় পার করতে হয়। কখনো এদের মধ্যে কেউ কেউ খেলা ধুলায় ব্যস্ত হলেও প্রতিষ্ঠান সংলগ্ন বিশাল দিঘি যেন বাধা হয়ে দাঁড়ায়। এর জলে ডুবে সলিল সমাধি ঘটার সম্ভাবনা থাকায় আতঙ্কের মধ্যেই ছুটোছুটি করে আহরণ করতে হয় কিঞ্চিত বিনোদন। যা শিক্ষার্থীর জন্য কাম্য নয়। অনেক সময় কোন শিক্ষার্থী দিঘির পাড়ে হুমড়ি খেয়ে পরে গেলে ভয়ে আর পরের দিন তাকে খেলাধুলা করতে দেখা যায় না। এমন পরিবেশ যেন এখন নিত্যদিনের দৃশ্যপট এই বিদ্যালয়ে। স্কুলের অভিভাবকরা তাদের সন্তানদের প্রতিষ্ঠানে পাঠিয়ে আতঙ্কের মধ্যে সময় কাটান। কারণ, একটু অসতর্ক হলেই দিঘির জলে ডুবতে হবে সন্তানকে।
এ ব্যাপারে স্কুলে আসা এক অভিভাবকের সাথে আলাপ করলে তিনি জানান, গত বছর ফেব্রুয়ারির মাঝামাঝি সময় তৃতীয় শ্রেণিতে অধ্যায়নরত তার সন্তান একটুর জন্য দিঘিতে পড়ে বেঁচে যায়। যার আতঙ্কে এখনো স্কুল ছুটি হওয়ার আগ পর্যন্ত ছেলেকে দুবার দেখতে আসেন তিনি।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিতা বেগম জানান, সংলগ্ন বিশাল পুকুরটি মধ্যে স্কুলের অনেক জায়গা রয়েছে। যদি তা ভরাট করে জায়গা বাড়িয়ে পুকুর সংলগ্ন স্থানে প্রাচীর নির্মাণ করা যায় তবে শিক্ষার্থীরা এ ভীতিকর পরিবেশ থেকে রক্ষা পাবে এবং শিক্ষার্থীদের খেলা ধুলার ব্যবস্থা হবে। তা না হলে দুর্ঘটনার সম্ভাবনাই থেকে যাবে বরাবর। এজন্য তিনি মাননীয় সাংসদ এড. মৃণালকান্তি দাস ও জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এবিএন/ আতিকুর রহমান টিপু/জসিম/নির্ঝর