শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • নরসিংদীতে পলাশ উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুভ উদ্বোধন

নরসিংদীতে পলাশ উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুভ উদ্বোধন

নরসিংদীতে পলাশ উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুভ উদ্বোধন

নরসিংদী, ০৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : নরসিংদীতে পলাশ উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০১৮ এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুল মান্নান স্মৃতি সংসদের উদ্যোগে ঘোড়াশাল পৌর এলাকার বাংলাদেশ জুট মিল মাঠে এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় গজারিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলে পাচদোনা ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে জয় লাভ করে। উক্ত গোল্ডকাপ টুর্ণামেন্টে নক-আউট পদ্বতিতে বিভিন্ন ইউনিয়নের ৮টি দল অংশ গ্রহণ করছে।

বাংলাদেশ জুট মিলের সিবিএ এর সাধারণ সম্পাদক আক্তারুজ্জামানের সভাপতিত্বে এ সময় খেলায় উপস্থিত ছিলেন, ঘোড়াশালের পৌর মেয়র আলহাজ¦ শরিফুল হক শরিফ,বাংলাদেশ জুট মিলের মহা ব্যবস্থাপক মো. গোলাম রব্বানী, বাংলাফোনের এমডি মোঃ আমজাদ হোসেন খান বাংলাফোন কর্মকর্তা কর্ণেল (অব:) মো. মাহবুব ও পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম নবাব।

এবিএন/সুমন রায়/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত