![কলমাকান্দায় শিক্ষক ও কর্মচারী ইউনিয়নের বার্ষিক সভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/07/sova_abnews_124743.jpg)
কলমাকান্দা (নেত্রকোনা), ০৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : নেত্রকোনার কলমাকান্দা পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে বুধবার শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আলোচনা সভায় সেক্রেটারী একেএম শাহজাহান কবীরের সঞ্চালনায় ও এইচ.এম.ইলিয়াসের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন নেত্রকোনা-১ আসনের এমপি ছবি বিশ্বাস।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কাল্ব এর চেয়ারম্যান মোহাম্মদ আলী বিল্লাহ, কাল্ব ডিরেক্টর মি: আন্তনী মাংসাং, জেলা ব্যবস্থাপক মো. আ. মতিন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি চন্দন বিশ্বাস ও জেলা পরিষদ সদস্য ইদ্রিস আলী তালুকদার প্রমুখ।
এবিএন/আঃ রশিদ আকন্দ/জসিম/এমসি