![মাদারীপুরে মোবাইল ফোনে পরীক্ষার প্রশ্ন ফাসঁ, আটক ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/07/arrest_abnews_124745.jpg)
মাদারীপুর, ০৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাস্টান্ড থেকে গোপন সংবাদের ভিক্তিতে জেলা প্রশাসকের তাৎক্ষনিক পদক্ষেপে প্রশ্ন ফাসকারী জোবায়দুল ইসলাম আটক।
স্থানীয় ও প্রশাসন সুত্রে জানাগেছে, সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলামের মোবাইলে ফোন আসে, ঢাকা থেকে কুয়াকাটা গামী ঈগল পরিবহনের যাত্রী ফেসবুকে আজকের পরীক্ষার প্রশ্ন ফাসের চেষ্টা করছে। পাশের যাত্রী এনজিও কর্মী লিটন বৈরাগী দেখতে পেয়ে জেলা প্রশাসককে ফোন দিয়ে এ ঘটনা জানায়।
তাৎক্ষনিক জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন ঘটনা উপস্হিত হয়ে তার মোবাইল চেক করে প্রশ্ন ফাসেঁর সত্যতা পায়। আজকের পরীক্ষার প্রশ্নের সাথে ফাসকৃত প্রশ্নের মিল পাওয়া যায়। একই সাথে প্রশ্নের উত্তর ও পাওয়া যায়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা করার প্রস্তুতি নেয়া হচ্ছে।এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সৈয়দ ফারুক আহমেদ জানান জোবাইদুলের ইসলামের মোবাইলে পাওয়া প্রশ্নর সাথে ইংরেজী পরীক্ষার প্রশ্নের মিল পাওয়া যায়। তাকে আটক করে হয়। তার বিরুদ্ধে নিওমিত মামলা দেওয়ার প্রক্রিয়া চলছে। এই চক্রের সাথে জরিতদের আইনের আওতায় আনা হবে।
এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/এমসি