![চিতলমারীতে ইয়াবাসহ যুবক আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/07/yaba-atok@abnews_124752.jpg)
বাগেরহাট, ০৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ ইয়াবাসহ মিলন মোল্লা (২৮) নামের এক যুবককে আটক করেছেন। গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আদিখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মিলন মোল্লা আদিখালী গ্রামের চাঁন মিয়া মোল্লার ছেলে।
চিতলমারী থানার এসআই মারফত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী মিলন মোল্লাকে আটক করা হয়। এ ঘটনায় চিতলমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে প্রেরন করা হয়।
এবিএন/এস এস সাগর/জসিম/নির্ঝর