শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • জয়পুরহাটে বিএনপি-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেপ্তার
নাশকতার আশংকায়

জয়পুরহাটে বিএনপি-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

জয়পুরহাটে বিএনপি-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

জয়পুরহাট, ০৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় জয়পুরহাটে পুলিশি নিরাপত্তা ব্যাপক হারে জোড়দার করা হয়েছে। জনসাধারনের জান মাল রক্ষায় চার স্তরের নিরাপত্তা ব্যাবস্থা নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। পুলিশ সুপার রশীদুল হাসান জানান, খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে যে কোন ধরনের নাশকতা ঠেকাতে জেলায় চার স্তরের পুলিশি নিরাপত্তা ব্যাবস্থা নেওয়া হয়েছে। শহরের বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে ও শহরের গুরুত্বুপুর্ন স্থানে বিশেষ পুলিশি পাহারা থাকবে। এছাড়া স্ট্রাইকিং ফোর্স ও ভ্রাম্যমান পুলিশ টিম থাকবে শহরে। এদিকে সাদা পোষাকেও শহরের বিভিন্ন স্থানে থাকবে পুলিশ। তাছাড়াও তিন প্লাটুন বিজিবি ও এক প্লাটুন আর্মড পুলিশ ব্যাটালিয়ন মোতায়েন থাকবে শহরে।

অতিরিক্ত জেলা প্রশাসক আ ত ম আব্দুল্লাহেল বাকী জানান, এ রায়কে কেন্দ্র করে যাতে আইন শৃংখলা পরিস্থিতির কোন প্রকার অবনতি না হয় সে লক্ষ্যে প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভুমি) ছাড়াও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাঠে থাকবেন। এদিকে খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় আজ বুধবার জয়পুরহাটে বিএনপি ও শিবিরের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার আশংকা থেকে বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার একরামুল হক।

তিনি জানান, ৮ ফেব্র“য়ারী খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় জেলার পাঁচটি থানার ভিভিন্ন এলাকা থেকে বিএনপির ১৮ ও শিবিরের ২ জনসহ মোট ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদের মধ্যে আক্কেলপুর থানা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক মোশাররফ হোসেন, পাঁচবিবি উপজেলার বাগজানা ওয়ার্ড বিএনপির সভাপতি লেবু মিয়া ও জয়পুরহাট সদরের ধলাহার ইউনিয়নের সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান রয়েছে।

এবিএন/এরশাদুল বারী তুষার/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত