![জয়পুরহাটে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ শাড়ী কাপড় উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/07/abnews-24.bbbbb_124758.jpg)
জয়পুরহাট, ০৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাঁচবিবি –কামদিয়া রাস্তার উঁচাই নামক স্থানে অভিযান চালিয়ে ৫লক্ষাধিক টাকার বিপুল পরিমান শাড়ি কাপড় উদ্ধার করেছে বিজিবি।
পাঁচবিবি বিশেষ কোম্পানী কমান্ডার খয়বর হোসেন জানান, আজ বুধবার সকালে বেশ কয়েকজন চোরাকারবারি ভারত থেকে শাড়ি-কাপড় গুলো পাচার করে এনে ভটভটি (শ্যালোমেশিন চালিত) যোগে উঁচাই বাজার অতিক্রম করার সময় বিজিবির সদস্যরা তাদের ধাওয়া করে।
এসময় ওই চোরাকারবারীরা শাড়ি কাপড় গুলো ফেলে পালিয়ে যায়। পরে শড়ি কাপড়গুলো উদ্ধার করে হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়। যার আনুমানিক সিজার মুল্য ৫লক্ষাধিক টাকা হবে বলেও জানান বিজিবি।
এবিএন/এরশাদুল বারী তুষার/জসিম/তোহা