বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

সদরপুরে আগুনে খামারসহ পুড়লো ১২শ মুরগী

সদরপুরে আগুনে খামারসহ পুড়লো ১২শ মুরগী

সদরপুর (ফরিদপুর), ০৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরখাঁর ডাঙ্গী গ্রামের আমির হামযা পোল্টি ফার্ম নামের একটি ফার্মে আগুন লেগে প্রায় ১২শ মুরগী পুড়ে মারা গিয়েছে। মুরগী পোড়ার পাশাপাশি ২০শতাংশ জমির উপর নির্মিত টিনসেট খামারটির ব্যাপক ক্ষতি হয়। জানাযায়, আজ বুধবার রাত সাড়ে তিনটার দিকে হঠাৎ ফার্মে আগুনের লেলিহান শিখা দেখা দিলে ওই ফার্মের পাশের বাড়ির প্রতিবেশী সিরাজ খাঁন দেখতে পায়। পরে তিনি অন্য প্রতিবেশীদের সংবাদ দিলে প্রতিবেশীরা এগিয়ে আসে আগুন নিয়ন্ত্রনের জন্যে।

রাত সাড়ে তিনটা থেকে ভোর ৫টার দিকে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আসে। দেড়ঘন্টাব্যাপী আগুনে ঔ সময় পুড়ে মারা যায় ফার্মে থাকা ১২শ ২/৩ কেজি ওজনের মুরগী। আরও জানাযায়, ফার্মে থাকা মুরগীর জন্যে স্তপ করা রাখা প্রায় ৩০মন পোল্টি ফিড খাদ্য মজুদ ছিলো। আগুনে প্রায় ১২লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ফার্মের মালিক সুত্রে জানাযায়।ফার্ম মালিক সেন্টু মোল্যা জানান, ২০১৫সালের দিকে সদরপুর সোনালী ব্যাংক লিমিটেড থেকে ৫লক্ষ টাকা সিসি ঋন গ্রহন করে ফার্মটি শুরু করেন। ঋণসহ নিজের কাছে থাকা আরও অর্থ দিয়ে দাঁড় করেছিলেন ফার্মটি। ফার্মে তিনি ও তার পরিবারের অন্য সদস্যদের নিয়ে প্রতিদিন কাজ করতেন শ্রমিকের মজুরী দেওয়ার অর্থ না থাকার কারনে।

এ ঘটনায় সদরপুর সোনালী ব্যাংক শাখার কর্মকর্তারা সরেজমিনে আগুনে পোড়া ফার্মটি গতকাল বুধবার সকালে পরিদর্শনে যায়। ব্যাংকের কর্মকর্তা মো. আবুল কালাম মাতুব্বর জানান, আমরা ক্ষতিগ্রস্থ ফার্মটি দেখেছি, এব্যাপারে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।

এবিএন/সাব্বির হাসান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত