বড়াইগ্রাম (নাটোর) , ০৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : নাটোরের বনপাড়া পৌরসভায় নব-নির্বাচিত মেয়র-কাউন্সিলরদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার পৌর মিলনায়তনে পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসিয়েশন এর আয়োজন করে।
পৌর সচিব রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে পূনঃর্নিবাচিত মেয়র কেএম জাকির হোসেন, কাউন্সিলর ১নং ওয়ার্ডে মোঃ আশরাফুল ইসলাম মিঠু, ২নং ওয়ার্ডে মোঃ আতাউর রহমান মৃধা, ৩নং ওয়ার্ডে মোঃ জাহাঙ্গীর আলম, ৪নং ওয়ার্ডে মোঃ জিয়াউর রহমান, ৫ নং ওয়ার্ডে মোঃ আশরাফুল আলম, ৬ নং ওয়ার্ডে মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ, ৭ নং ওয়ার্ডে মোঃ শহিদুল ইসলাম, ৮ নং ওয়ার্ডে মোঃ বোরহান উদ্দিন ভূইয়া, ৯ নং ওয়ার্ডে মোহিত কুমার সরকার, ১০ নং ওয়ার্ডে মোঃ নজরুল ইসলাম নজু, ১১ নং ওয়ার্ডে মোহাম্মদ আলী এবং সংরক্ষিত ২ নং ওয়ার্ডে শরিফুন্নেসা শিরিন, সংরক্ষিত ৩ নং ওয়ার্ডে সোনাভান বেগম, সংরক্ষিত ৪ নং ওয়ার্ডে সামশুন্নাহার বেগমকে ফুল দিয়ে বরণ করে নেন কর্মকর্তা-কর্মচারীগণ।
অনুষ্ঠানে পৌর মেয়র কেএম জাকির হোসেন এবং সকল কাউন্সিলরগণ সৌজন্য বক্তব্য রাখনে। হিসাবরক্ষণ কর্মকর্তা দেলোয়ার হোসেনের সঞ্চলনায় এ্যাসোসিয়েশনের পক্ষে সচিব রেজাউল করিম বক্তব্য রাখেন।
২৮ ডিসেম্বরের নির্বাচনে তারা বিজয়ী হন । এরপর ৬ ফেব্রুয়ারী রাজশাহী বিভাগীয় কমিশনার তাদের শপথ বাক্য পাঠ করান।
এবিএন/ আশরাফুল ইসলাম আশরাফ/জসিম/নির্ঝর