
বদলগাছী (নওগাঁ) ০৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : নওগাঁর বদলগাছী ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহাড় বর্তমানে ছিনতাইকারী ও চাঁদাবাজদের আড্ডা খানায় পরিনত হয়েছে। থানা পুলিশ এক ছিনতাইকারীকে আটক করে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আটককৃত ছিনতাইকারীর নাম মুমিন হোসেন (১৮)। ফলে দুরদুরান্ত থেকে আগত পর্যটকদের নিরাপত্তা নিয়ে চরম উধবিঘœ দেখা দিয়েছে। টুরিস্ট ও পাহাড়পুর পুলিশ ফাঁড়ি সুত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বগুড়া জেলার গাবতলী উপজেলার দিগগাইড উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছাত্র-ছাত্রী বাৎসরিক শিক্ষা সফরে ঐতিহাসিক বৌদ্ধবিহার পাহাড়পুর আসেন। সেখানে ওই স্কুলের ৪ জন ছাত্র জাকিরুল, ইকবাল,বায়েজিদ ও স্বপন বৌদ্ধ বিহার কেন্দ্রীয় মন্দিরের পশ্চিম পার্শে ঘোরা ফিরা করছিল।
এ অবস্থায় বৌদ্ধবিহার এলাকার ৩ জন ছিনতাইকারী ওই ৪ জন ছাত্রকে মারপিট করে তাদের কাছে থেকে ১ হাজার ছয়শত টাকা ও এক জনের মোবাইল ফোন ছিনতাই করে নেই। অতপর ওই ৪ ছাত্র ঘটনাটি সঙ্গে সঙ্গে তাদের শিক্ষকদের জানালে শিক্ষরা বিষয়টি বৌদ্ধবিহারে কাষ্টডিয়ানকে অবহিত করে। কাষ্টডিয়ানের নির্দেশে দায়িত্বরত টুরিষ্ট পুলিশ ও স্থানীয় জনসাধারণের সহায়তায় ছিনতাইকারী মুমিন হোসেনকে আটক করে।এ সময় অপর দুইজন ছিনতাইকারী পালিয়ে যায়।
পরে আটককৃত মুমিনকে পাহাড়পুর পুলিশ ফাঁড়িতে সপোর্দ করলে ফাঁড়ির ইনচার্জ সহকারী পুলিশ পরিদর্শক সহিদুল ইসলাম ছিনতাইকারী মুমিনকে বদলগাছী থানায় পাঠিয়ে দেয়। এর পরের দিন বুধবার সকালে পাহাড়পুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতার তদবিরে থানাপুলিশ মুমিনকে ছেড়ে দেয়। এ ঘটনায় আজ বুধবার দুপুরে বদলগাছী থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীনের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আটককৃত ছিনতাইকারী অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় অতিরিক্ত পুলিশ সুপার এর উপস্থিতিতে ছিনতাইকারী মুমিনকে তার বাবা আব্দুর রশিদ ও পাহাড়পুর ইউপি চেয়াম্যানের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
এবিএন/হাফিজার রহমান/জসিম/তোহা