দুর্গাপুর(নেত্রকোনা) , ০৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : নেত্রকোনার কলমাকান্দার নাজিরপুর এপি ওয়ার্ড ভিশন বাংলাদেশ আয়োজিত স্থানীয় তথ্য সংগ্রহকারী ও প্রোগ্রাম অফিসারদের নিয়ে ৪ দিনব্যাপী মাঠ পর্যায়ের সার্ভে প্রশিক্ষণ শুরু হয়েছে।
২০১৮-২০ অর্থবছর এর কার্যক্রমের অংশ হিসেবে সোমবার নাজিরপুর এপি কনফারেন্স হলরুমে প্রোগ্রাম অফিসার উজ্জল রেমা‘র সঞ্চালনায় এপি ম্যানেজার মি. পরিতোষ রেমা এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলমাকান্দা উপজেলা পরিসংখান অফিসার মি. পরিক্ষিত চন্দ্র দেবনাথ, প্রশিক্ষক এপিসি টেক্নিক্যাল স্পেশালিস্ট (স্বাস্থ্য) ডাঃ শাহ্সাইদ ইবনে আজিজ নেত্রকোনা এপিসি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/নির্ঝর