![সিরাজগঞ্জে বাসচাপায় ৪র্থ শ্রেণীর ছাত্র নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/07/abnews-24.bbbbbbbbbbbb_124778.jpg)
সিরাজগঞ্জ, ০৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : সিরাজগঞ্জ-নলকা সড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল বাজার মোড় নামকস্থানে বাস চাপায় শাকিল (৯) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সে ওই উপজেলার শ্যামপুর গ্রামের রেজাউল করিমের ছেলে এবং শিয়ালকোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
সদর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, আজ বুধবার সকাল ৯টার দিকে শাকিল স্কুলে যাওয়ার পথে উল্লেখিত স্থানে রাস্তা পার হওয়ার সময় পাবনা গামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ ঘাতক বাসটি আটক করলেও চালক হেলপার পালিযে গেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছ্।
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা