![তিতাসে বিএনপির ৫৫ নেতাকর্মীর নামে মামলা: গ্রেফতার ৫](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/07/titas-bnp-atok_124784.jpg)
তিতাস(কুমিল্লা) , ০৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : আগামীকাল বৃহস্পাতবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায় ঘোষনাকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ঠেকাতে ঢাকাসহ সারাদেশের ন্যায় কুমিল্লার তিতাস উপজেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ জামায়তের নেতাকর্মীদের ধরপাকর অব্যাহত রয়েছে। গত সোমবার রাত থেকে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৫ নেতাকে গ্রেফতার করেছে তিতাস থানা পুলিশ।
এঘটনায় পুলিশ বাদী হয়ে উপজেলা বিএনপি’র সিনিয়র নেতাসহ ১৬ জনের নাম উল্লেখ করে এবং ৩০/৪০জন অজ্ঞাত রেখে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে। এ মামলা থেকে গ্রেফতার এড়াতে গাডাকা দিয়েছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ জামায়াত শিবিরের নেতারা।
গ্রেফতার কৃতরা হলো উপজেলার জগতপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম মানিক,বলরামপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো.রফিকুল ইসলাম ও ২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. মোস্তাক মিয়া, জিয়ারকান্দি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো.মনির হোসেন আখন্দ ও বলরামপুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মো.হালিম।
এবিএন/কবির হোসেন/জসিম/নির্ঝর