শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

গাজীপুরের পোশাক কারখানায় আগুন

গাজীপুরের পোশাক কারখানায় আগুন

গাজীপুর, ০৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি জরুন এলাকায় একটি পোশাক তৈরী কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।

জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, আজ দুপুর ১টা ১৫ মিনিটের দিকে ওই কারখানার ৬ তলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ওই ফ্লোরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুরের জয়দেবপুর, কাশিমপুরের ডিবিএল, কালিয়াকৈর ও সাভারের ইপিজেড ফায়ার স্টেশনের ৮টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিকেল পৌনে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিপুল পরিমাণ ফেব্রিকস ও আসবাবপত্র পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি।

তাৎক্ষনিক ভাবে আগুন লাগা ও ক্ষয়ক্ষতির পরিমান জানাতে না পারলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন ওই কর্মকর্তা।

এবিএন/ আলমগীর হোসেন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত