বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ডোমারে ছাত্রদলকর্মীকে ছাত্রলীগের সভাপতি ঘোষণার অভিযোগ

ডোমারে ছাত্রদলকর্মীকে ছাত্রলীগের সভাপতি ঘোষণার অভিযোগ

ডোমারে ছাত্রদলকর্মীকে ছাত্রলীগের সভাপতি ঘোষণার অভিযোগ

নীলফামারী, ০৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : অছাত্র ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মীকে সভাপতি করে ১ বৎসরের জন্য ডোমার সরকারী কলেজশাখা ছাত্রলীগের কমিটি গঠন করার অভিযোগ পাওয়া গেছে। ৪ ফেব্রুয়ারী নীলফামারী জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ডোমার সরকারী কলেজ শাখা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। তবে ছাত্রদলের কর্মীকে সভাপতি হিসেবে ঘোষনা দেওয়ায় ছাত্রলীগের ত্যাগী নেতাকর্মীরা কমিটি বাতিলের দাবী জানিয়েছেন।

গত ৪ ফেব্রুয়ারী মো. মনিরুল ইসলাম মনিরকে সভাপতি ও মোঃ স্বপন রহমানকে সাধারন সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করে জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মনিরুল হাসান শাহ আপেল ও সাধারন সম্পাদক মাসুদ সরকার। কমিটির সহ-সভাপতি আরমান হোসেন আশিক কলেজের ছাত্র নয় বলে জানিয়েছেন কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। সদ্য বিদায়ী কলেজশাখা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন রিমুন জানান, আমি সভাপতি থাকাকালীন ডোমার সরকারী কলেজে ছাত্রলীগকে সাংগঠিকভাবে শক্তিশালী করা হয়েছে। আমি সভাপতি থাকা কালীন মনিরুলকে কখনো ছাত্রলীগের মিটিং বা মিছিলে অংশ নিতে দেখিনি। তবে শুনেছি সে ছাত্রদল করে। তবে মনিরুল জানিয়েছেন সে ছাত্র থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। তাদের পছন্দের প্রার্থী সভাপতি হতে না পারায় তারা আমাকে ছাত্রদলের কর্মী বলে অপপ্রচার করছে।

কলেজশাখা ছাত্রলীগের ত্যাগী নেতা সোহেল রানা অভিযোগ করেন,আমরা দীর্ঘদিন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। কলেজে ছাত্রলীগকে শক্তিশালী করার পিছনে আমাদের অবদান রয়েছে। অথচ রাতের আাধারে ফেসবুকের মাধ্যমে ছাত্রদলের কর্মীকে সভাপতি ও বিদায়ী ছাত্র আশিককে সহ-সভাপতি করে কমিটি ঘোষনা দেওয়া হয়। তারা ছাত্রদল কর্মী মনিরুলকে কখনোই সভাপতি হিসেবে মেনে নিবেনা বলে জানান। বির্তকিত এই সভাপতিকে অপসারন করে কমিটি স্থগিতের দাবী জানিয়েছেন তিনি জেলা কমিটির কাছে।

জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. মাসুদ সরকার বলেন, ছাত্রলীগ একটি বড় সংগঠন এখানে পদ না পেয়ে কেউ কেউ মনোক্ষুন্ন হতে পারে। আর আমরা মনিরুলের বিষয়ে ডোমার উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারন সম্পাদকের প্রত্যয়নপত্র পেয়েছি। সেখানে তাকে ছাত্রলীগের সক্রিয় কর্মী দাবী করা হয়েছে। তাই তার ছাত্রদল করার বিষয়টি সত্য নয়। জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান আপেলকে একাধিকবার ফোন দিলেও ফোন রিসিভ না করায় তার মন্তব্য জানা যায়নি।

এবিএন/আব্দুল্লাহ আল মামুন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত