![রাষ্টপতি আবদুল হামিদ পুনর্নির্বাচিত: কিশোরগঞ্জ শহরে মিষ্টি বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/07/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_124804.jpg)
কিশোরগঞ্জ, ০৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : দেশের সংসদীয় সরকারের ইতিহাসে দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান বর্তমান রাষ্টপতি মো: আবদুল হামিদ এডভোকেট। আজ বুধবার দুপুরে নির্বাচন কমিশন তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি ঘোষণা করার সাথে সাথে উল্লাসে মেতে উঠে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ।
তারা হৈ-হৈল্লোর আর আনন্দ উৎসবের সাথে সারা শহরে মিষ্টি বিতরণ করে। ছাত্রলীগ নেতাকর্মীরা মিষ্টির প্যাকেট হাতে নিয়ে নেমে পড়ে রাস্তায়। রিকসা চালক, যাত্রী, দোকানী, দায়িত্বপালনরত আইনশৃংখলা বাহিনীসহ যেখানে যাকে পেয়েছে- তার মুখেই মিষ্টি তুৃলে দেয় তারা। সেই সাথে আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবরটি জানিয়ে দেয়া হয় সবাইকে।
জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা সুমন জানান, মহামান্য রাষ্ট্রপতি আমাদের গর্ব। তিনি কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি কিশোরগঞ্জবাসীর অভিভাবক। দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্ভাচিত হওয়ায় আমরা তাৎক্ষনিক শহরে মিষ্টি বিতরণ করে এ আনন্দক্ষণটি সবার সাথে ভাগ করে নিচ্ছি।
ছাত্রলীগ নেতাকর্মী ছাড়াও জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন চৌধুরীসহ অন্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
এবিএন/শাফায়েতুল ইসলাম/জসিম/তোহা