![কালিয়াকৈরে নবজাতকের লাশ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/07/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_124807.jpg)
গাজীপুর, ০৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : গাজীপুরের কালিয়াকৈরে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার মাটিকাটা এলাকার গজারী বনের ভিতর থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকার গজারী বনের ভেতর বুধবার এক নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ওই এলাকায় গিয়ে বনের ভেতর থেকে নবজাতকের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নবজাতকের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মুক্তি মাহমুদ বলেন, ধারণা করা হচ্ছে কে বা কাহারা অন্য কোথাও হত্যার পর লাশ ওই বনের ভেতরে ফেলে রেখে গেছে।
এবিএন/আলমগীর হোসেন/জসিম/তোহা