শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

যশোর-খুলনা মহাসড়ক উন্নয়নে বাজেট আসছে

যশোর-খুলনা মহাসড়ক উন্নয়নে বাজেট আসছে

অভয়নগর (যশোর), ০৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে সোমবার দুপুরে একলাবাসীর সাথে এক মতবিনিমিয় সভায় যশোরের জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিন বলেন, যশোর-খুলনা মহাসড়ক উন্নয়নে ৩২৫ কোটি টাকার বাজেট আসছে। টেন্ডারের মাধ্যমে দ্রুত কাজ শুরু হবে বলে।

গতকাল সোমবার দুপুরে অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে একলাবাসীর সাথে এক মতবিনিমিয় সভায় এ কথা বলেন।

তিনি আরো বলেন, ভবদহ জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য কিছুদিন পূর্বে ঢাকা থেকে একটি টিম এসে জলাবদ্ধ অঞ্চল পরিদর্শণ করে প্রতিেিবদন তৈরি করে নিয়ে গেছেন। আমরা আশা করি, দ্রুত (টিআরএম) চালু করার মধ্যে দিয়ে সমস্যার সমাধান হবে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকান্ডের ফলে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে সম্মানের স্থান অর্জন করতে সক্ষম হয়েছে।

তিনি মাদক, সন্ত্রাস-জঙ্গিবাদ নিমূলের জন্য মাদক ক্রয়-বিক্রয়কারী, সেবনকারী এবং পরিবেশক এর সাথে যারা জড়িত তাদেরকে পুলিশে ধরিয়ে দেওয়ার আহব্বান জানান।

ইউনিয়নের চেয়ারম্যান নাদির হোসেন মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন- অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম মাহামুদুর রহমান, পায়রা হাট ইউনাইটেড কলেজের অধ্যক্ষ মো. সেলিম ইকবাল।

আরও বক্তব্য রাখেন- পায়রা ইউপি চেয়ারম্যান বিষ্ণুপদ রায়, নওয়াপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান বিশ্বাস, সাংবাদিক শেখ আতিয়ার রহমান, ৬নং ওয়ার্ড আ.লীগের সাবেক সভাপতি মো. আনোয়ার সরদার, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র’র কর্মকর্তা মো. সাঈদুর রহমান প্রমুখ।

পরে জেলা প্রশাসক স্থানীয় গাজীপুর কামিল মাদ্রাসা, রাজঘাট ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস ও নওয়াপাড়া পৌর ভূমি অফিস পরিদর্শন করেন।

এবিএন/সেলিম হোসেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত