
পঞ্চগড়, ০৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : পঞ্চগড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার আমির আব্দুল খালেকসহ ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের অধিকাংশ বিএনপি ও জামায়াত শিবিরের নেতাকর্মী ও সমর্থক বলে জানায় পুলিশ। জানা যায়, গ্রেফতারকৃতদের সকলকেই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
তারা হলেন, পঞ্চগড় জেলার সদর উপজেলার ইসলামবাগ এলাকার বাসিন্দা ও জেলা জামায়াতের আমির আব্দুল খালেক, সদর উপজেলার অমরখানা কানাজোত এলাকার মাহবুবুুল হক, বোদা উপজেলার সমশের নগর এলাকার সোহেল, গাইঘাটা এলাকার হাবিবুর রহমান, দলুয়াপাড়া এলাকার মোস্তফা, দেবীগঞ্জ উপজেলার কোটভাজনী এলাকার মোজাফফর হোসেন, খুটামারা এলাকার রজব আলী, কাটনহাড়ি এলাকার রফিকুল ইসলাম ও আশরাফুল ইসলাম, কলেজপাড়া এলাকার আসাদুজ্জামান সুমন, সুন্দরদিঘী এলাকার লাল মিয়া, আটোয়ারী উপজেলার গিরাগাঁও এলাকার ওমর ফারুক, তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকার নুর জামাল এবং নারায়নগছ এলাকার খায়রুল ইসলাম।
গত রবিবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪ জন এবং সোমবার (৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে তিন দিনে জেলায় মোট গ্রেফতারের ৪০ জন।
পঞ্চগড় পুলিশ সুপার মো. গিয়াস উদ্দিন জামায়াতের আমিরসহ ১৪ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এবিএন/ডিজার হোসেন বাদশা/জসিম/রাজ্জাক