শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

লক্ষীপুরে সড়ক দূর্ঘটনায় পরীক্ষার্থীসহ আহত ৪

লক্ষীপুরে সড়ক দূর্ঘটনায় পরীক্ষার্থীসহ আহত ৪

লক্ষ্মীপুর, ০৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : লক্ষ্মীপুরের রামগঞ্জে ট্রলির ধাক্কায় উপজেলার নাগমুদ কে আই ফাযিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা কেন্দ্রের তিন পরীক্ষার্থী ও সিএনজি চালকসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। আজ বুধবার সকালে আশারকোটা দাখিল মাদ্রাসায় ৩ জন পরীক্ষার্থী সিএনজি যোগে নাগমুদ কেআই ফাযিল মাদ্রাসায় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় নম্বরবিহীন নিষিদ্ধ ট্রলি পিছন থেকে সিএনজিকে ধাক্কা দিলে পরীক্ষার্থী আমেনা আক্তার, উম্মে সালমা আক্তার, রেদোয়ান হোসেন ও সিএনজি চালক রফিকুল ইসলাম আহত হয়।

এর মাঝে গুরুতর আহত আমেনা আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে রামগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি দেখলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু ইউসুফের হস্তক্ষেপে দ্রুত ঢাকা মেডিকেল কলেজে হস্তান্তর করা হয়। সিএনজি চালক রফিকুল ইসলামের কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসা চলেছে। বাকী পরীক্ষার্থীদের রামগঞ্জ সরকারী হাসপাতালের ডাঃ ইসমাইল হোসেন প্রাথমিক চিকিৎসা দিয়ে তার তত্ত্বাবধানে পরীক্ষা নিচ্ছেন।

এলাকাবাসী জানায়, পাশ্ববর্তী উপজেলাগুলোতে রাস্তায় ট্রলি চলাচল নিষিদ্ধ করলেও রামগঞ্জে ট্রলি চলাচল নিষিদ্ধ করেনি সংশ্লিষ্ট কতৃপক্ষ। সড়ক দুর্ঘটনা এড়াতে অবশ্যই রাস্তায় ট্রলি চলাচলের উপর নিষেধাজ্ঞা আরপে জোর দাবী জানান তারা।

এবিএন/অ আ আবীর আকাশ/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত