বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ডিমলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

ডিমলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

ডিমলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

ডিমলা (নীলফামারী), ০৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : নীলফামারী ডিমলা উপজেলায় খালিশা চাপানী ও পার্শ¦বর্তী ঝুনাগাছ চাপানী ইউনিয়নে ২০১৭-এর বন্যায় ক্ষতিগ্রস্থ ৩শত ২৫টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদ মাঠে ৭ ফেব্রুয়ারী সকাল হতে খালিশা চাপানী ইউনিয়ন সমন্বয়ে দাতা সংস্থা ইউএনডিপির এবং প্রাকটিক্যাল এ্যাকশন এন্ড এসকেএস ফাউন্ডেশনের সহায়তায় ত্রাণ সমগ্রী বিতরণ করা হয়।

উক্ত ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান আতাউর রহমান সরকার, ঝুনাগাছ চাপানী ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান, খালিশা চাপানী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সোহরাব হোসেন, ইউপি সদস্য রমজান আলী, আব্দুস সালাম, আব্দুর রাজ্জাক, সাইফুল ইসলাম, হামিদুল ইসলাম, মোজাফ্ফর হোসেন, দেলোয়ার রহমান, গীতা রনী, আব্দুল বাকী প্রমূখ।

এ ছাড়াও নীলফামারী সিডিও এসকেএস ফাউন্ডেশনের ডাঃ সরকার রুহুল কুদ্দুস, আমিনুর রহমান, বাংলাদেশ স্কাউটস উপজেলা সম্পাদক প্রশান্ত কুমার ও তার টিম উপস্থিত ছিলেন।

এবিএন/বাদশা সেকেন্দার ভুট্ট/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত