বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
বাজারে ভাল দাম পাওয়ায় কৃষকের মুখে হাঁসি

ফরিদপুরে সরিষার বাম্পার ফলন

ফরিদপুরে সরিষার বাম্পার ফলন

ফরিদপুর, ০৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : ফরিদপুর জেলায় চলতি মৌসুমে উচ্চ ফলনশীল জাতের বারি-১৪, বারি-১৫, টোরি-৭ বা মাঘি সরিষা ও রাই সরিষার বাম্পার ফলন হয়েছে। বাজারে সরিষার ভাল দামপাওয়া কৃষকের মুখে হাঁসি ফুটেছে। মাঠ জুড়ে এখন পাকা সরিষা দুলছে। জমি থেকে সরিষা তুলে কৃষকেরা এখন বোর ধান আবাদে ব্যস্ত সময় পার করছেন। আর কৃষি বিভাগ বলছে দেশের জনসংখ্যার দিকে লক্ষ রেখে একই জমিতে একাধিক ফসল উৎপাদনের লক্ষে কাজ করছে কৃষি বিভাগ।

চলতি বছর অনুকুল আবহাওয়া থাকায় ফরিদপুর জেলায় সরিষার বাম্পার ফলন হয়েছে। বাজারে সরিষার দামও ভাল পাওয়া কৃষকের মুখে হাঁসি ফুটেছে। মাঠ জুড়ে পাকা সরিষার বাইল দুলছে। কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন সরিষা কাটার কাজে। বসেনেই কৃষানীরাও, তারাও ব্যস্ত আছেন সরিষা ঘরে তুলার কাজে। সরিষা রোদ দেওয়া ও শুকানোতে ব্যস্ত সময় পার কৃষানীরা।

চলতি বছর ৩৩শতাংশের এক বিঘা জমিতে সরিষা আবাদ করতে সব মিলিয়ে খরচ হয়েছে ৫হাজার টাকা। কৃষকেরা এক বিঘা জমি থেকে ৫ থেকে ৬মন সরিষা ঘরে তুলছে। বর্তমানে এক মন সরিষা বিক্রি হচ্ছে ২৪ থেকে ২৫শ টাকা। কৃষকেরা এক বিঘা জমির উৎপাদিত সরিষা বাজারে বিক্রি করছে ১২ থেকে ১৪হাজার টাকা। কম খরচে অধিক লাভ হওয়া খুমি কৃষকেরা। সরিষা তুলার সাথে সাথে কৃষকেরা বোর ধান আবাদে ব্যস্ত সময় পার করছেন।

চরমাধবদিয়ার কৃষক হাবিবুর রহমান বলেন, সরিষার ফল ভাল হয়েছে। বাজারে দামও ভাল। আমরা একই জমিতে চারটি ফসল আবাদ করতে পেরে অধিক লাভবান হচ্ছি। তবে বোর মৌসুমে সার ও তেলের দামকমলে আমরা আরও বেশী উপকৃত হব।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায় চলতি বছর ফরিদপুর জেলায় ৭হাজার ৫১০ কেক্টোর জমিতে উচ্চ ফলনশীল জাতের বারি-১৪, বারি-১৫, টোরি-৭ বা মাঘি সরিষা ও রাই সরিষার আবাদ হয়েছে। আর সরিষা আবাদের জন্য জেলার ৩হাজার ৫শ জন কৃষক-কৃষানীকে উচ্চ ফলনশীল জাতের সরিষা বীজ ৩হাজার ৫শ কেজি, ৭০হাজার কেজি ডিএপিসার, ৩৫হাজার কেজি এমওপি সার প্রনোদনা দেওয়া হয়েছে। এছাড়াও ১হাজার ৯২জন কৃষক ও কৃষানীর মাঝে ২হাজার ১৮ কেজি সরিষা বীজ দেওয়া হয়েছে।

ফরিদপুর সদর উপজেলা কৃসি কর্মকর্তা কৃষিবিদ মো. আবুল বাসার মিয়া বলেন, কৃসি সম্প্রসারণ অধিদপ্তর যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, মুলত ফরিদপুর অঞ্চলে এর আগে জমিতে তিনটি ফসল হতো একটি জমি থেকে। আমরা চাচ্ছি এই তিন ফসলি জমিকে কিভাবে চার ফসলী জমিতে উন্নিত করা যায়। আর সেই লক্ষে আমরা আমন ধান টাকাটর সাথে সাথেই আমরা সল্প দৈর্ঘের যে সরিষা আছে বিশেষ করে টরি-৭ এই জাতের সরিষাটি চাষের জন্য পরামর্শ দিচ্ছি কৃষকদেরকে। ইতিমধ্যে সরিষা ঘরে তুলার কাজ চলছে। সরিষার ফলন ভাল হয়েছে, বাজারে ভাল দাম থাকায় কৃষক উপকৃত হচ্ছে।

এবিএন/কে. এম. রুবেল/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত