বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

আখাউড়ায় এক এসএসসি পরীক্ষার্থী বহিস্কার

আখাউড়ায় এক এসএসসি পরীক্ষার্থী বহিস্কার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) , ০৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পরীক্ষায় নকল করার দায়ে এক এসএসসি পরীক্ষার্থী বহিস্কার করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে সাব্বির মিয়া নামে ওই ছাত্রকে বহিস্কার করা হয়। সে মনিয়ন্দের তুলাই শিমুল উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্র।

মোগড়া উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র সচিব রতন কুমার ভৌমিক বলেন, কুমিল্লা শিক্ষা বোর্ডের একটি পর্যবেক্ষক দল কেন্দ্র পরিদর্শনকালে ওই ছাত্রের কাছে অতিরিক্ত একটি কাগজ পেয়ে তাকে বহিস্কার করেন।

আখাউড়া উপজেলা শিক্ষা অফিসার মো. শওকত আকবর খান বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এবিএন/ হান্নান খাদেম/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত