শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কটিয়াদীতে আশ্রয় কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসন

কটিয়াদীতে আশ্রয় কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসন

কটিয়াদীতে আশ্রয় কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসন

কটিয়াদী (কিশোরগঞ্জ), ০৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের সামাজিক সংগঠন “আশ্রয়” এর পাখিদের আবাস নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব তরফদার মোঃ আক্তার জামীল এবং সিনিয়র ম্যাজিট্রেট আবু তাহের সাঈদ।

গতকাল বুধবার বিকেল ৩টায় আচমিতা ইউনিয়নের পাইকসা গ্রামের পাখির অভয়ারন্য অঞ্চল পরিদর্শন করেন। কোনো পাখি যেন শিকার করা না হয় এবং এই ব্যতিক্রমী কার্যক্রমের জন্য ধন্যবাদ জানান তিনি। এছাড়াও আশ্রয়ের এই কার্যক্রম যাতে অব্যহত থাকে এজন্য প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

এডিসি ও উপসচিব তরফদার মোঃ আক্তার জামিল বলেন, ‘প্রয়োজনে মাইকিং এর মাধ্যমে জনগনকে সচেতন করার উদ্যোগ নেয়া হবে।’ এসময় আশ্রয় এর সদস্যগনসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

এবিএন/রাজীব সরকার পলাশ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত