বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

লালমনিরহাটে বিএনপির ২৩ নেতাকর্মী গ্রেফতার

লালমনিরহাটে বিএনপির ২৩ নেতাকর্মী গ্রেফতার

লালমনিরহাট, ০৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : লালমনিরহাটের হাতীবান্ধায় ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব, উপজেলা শিবিরের সাথী, জামায়াতের রোকনসহ ২৪ ঘন্টায় মোট ২৩ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

লালমনিরহাট জেলা পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় সিঙ্গিমারী ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব জাহিদ হাসানকে অডিটোরিয়াম মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। একই সময় উপজেলা শিবিরের সাথী ফারুক হোসেনকে সিঙ্গিমারী গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের অপর একটি দল হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে কালিগঞ্জ থানা জামায়াতের রোকন আব্দুর রশিদকে গ্রেফতার করেন। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে আরো ২০ জন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। গতকাল বুধবার বিকালে তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানান লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক।

এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত