বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

শ্রীপুরে মহিলা ও যুব মহিলা লীগের কর্মী সমাবেশ

শ্রীপুরে মহিলা ও যুব মহিলা লীগের কর্মী সমাবেশ

বাগমারা (রাজশাহী), ০৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : রাজশাহীর বাগমারা উপজেলায় আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সু-সংগঠিত করার লক্ষে শ্রীপুর ইউনিয়নের মহিলা ও যুব মহিলা লীগের কর্ম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুুুুুুুুধবার বিকেলে শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন মহিলা ও যুব মহিলা লীগের উদ্যোগে ওয়ার্ড পর্যায়ে কর্মী সমাবেশ অনুষ্ঠিত।

ইউনিয়ন মহিলা আ.লীগের সভাপতি রোকেয়া বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

সাংসদের প্রেস সচিব প্রভাষক জিল্লুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার, জেলা আ’লীগ সদস্য জাহানারা বেগম, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মাস্টার, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আ.লীগের সদস্য লোকমান আলী, আকবর আলী, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, শ্রীপুর ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলী, সহ-সভাপতি আওলা বক্স, আ’লীগ নেতা সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান।

আরও বচক্তব্য রাখেন- উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক পারভীন বেগম, ৬নং ওয়ার্ড আ.লীগ সভাপতি সাহাদ আলী, ৭নং ওয়ার্ড আ.লীগের আরমান আলী, ৩নং ওয়ার্ড সভাপতি নাজিমুদ্দীন, ফুলবাস, আজাদ আলী, কৃষকলীগের সভাপতি তৈয়বুর রহমান, ইউনিয়ন মহিলা লীগের সাধারণ সম্পাদক নুরুন্নাহার, জেলা ছাত্রলীগ নেতা আশিকুর রহমান সজল, আবু সাইদ, উপজেলা ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন সান্টু, ইউনিয়ন ছাত্রলীগ নেতা ফিরোজ সুলতান প্রমুখ।

এবিএন/জিল্লুর রহমান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত