![ছাতকে মুক্তিযোদ্ধা ইউছুফ আলীর শোকসভা সম্পন্ন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/08/shoksova_124896.jpg)
ছাতক (সুনামগঞ্জ) , ০৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : ছাতকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ইউছুফ আলী (বেইস কমান্ডার) এর শোকসভা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় মুক্তিযোদ্ধা পিয়ারা মিয়ার সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় মরহুমের জীবনী নিয়ে আলোচনা করেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুস সামাদ, সাবেক কমান্ডার নূরুল আমিন, মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন মেম্বার, আব্দুল খালিক, আব্দুল আহাদ, নিজাম উদ্দিন, ফজল উদ্দিন, সুরুজ আলী, সুন্দর আলী, কিরণ দাস, মন্তাজ আলী প্রমূখ। সভাশেষে মরহুম মুক্তিযোদ্ধা ইউছুফ আলীর রুহের মাগফেরাত কামণায় মোনাজাত করা হয়।
শহরের লেবারপাড়া নিবাসি মুক্তিযোদ্ধা ইউছুফ আলী ২ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে।
এবিএন/ চান মিয়া/জসিম/নির্ঝর