বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ছাতকে আন্তঃ প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

ছাতকে আন্তঃ প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

ছাতকে আন্তঃ প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

ছাতক (সুনামগঞ্জ) , ০৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : ছাতকে দোলারবাজার ইউনিয়ন আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার বিকেলে কুর্শি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিজয়িদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। কুর্শি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক মেম্বার হায়দার আলী রাজুর সভাপতিত্বে, দক্ষিণ কুর্শি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুর রহমান ও সালেহা খাতুন কুর্শি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আবদুল ছালিক মিলন তালুকদারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরি বকুল।

আরও উপস্থিত ছিলেন, দোলারবাজার ইউপির প্যানেল চেয়ারম্যান শফিক মিয়া, সালেহা খাতুন কুর্শি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার উসমান গণি, মঈনপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. শাহাব উদ্দিন, কুর্শি ইসলামপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা রশিদ আহমদ, কুর্শি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা কবির আহমদ ফিরোজ, সমাজসেবি আফিজ মিয়া, কনা মিয়া, নুরুল আমিন, সাবেক মেম্বার তাজুর রহমান সাধু, আশ্রব আলী, ক্বারি কামাল আহমদ, মতছির আলী, আম্বর আলী, শফিক মিয়া, জাহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনেয়ার হোসেন, কুর্শি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালমা বেগম, দক্ষিণ কুর্শি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোশাররফ হোসেন, দক্ষিণ কুর্শি পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছফেরা বেগম, চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছামছিয়া বেগম, চেলারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা বেগম, মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখময় চন্দ্র, মঈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিরিন আক্তার, বারগোপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন সরকার, রাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা বেগম, আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুল ইসলাম, খাগহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী, শ্রীকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দাস, পালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেহেনা খাতুন, বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমান, বুরাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেন, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মতলিব ও যুগলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মখলিছুর রহমান। এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির মহিলা সদস্যা স্বপ্না বেগম, আনুয়ারা বেগম ও খালেদা বেগম, মুরব্বী মছলমদর আলী, মন্তাজ আলী, দুলু মিয়া, শামসুল ইসলাম, আযাদ মিয়া, শামসুল আলম, আলী আকবর, মুজিবুর রহমান মুজিব, আনসার আলী, আবু খালেদ শিপুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারি শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরআগে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংঙ্গীত পরিবেশনের মাধ্যমে ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ইউনিয়ন পর্যায়ে এ আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এবিএন/ চান মিয়া/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত