বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

দেশের উন্নয়ন ও স্বাধীনতার প্রতিক নৌকা: দোলন

দেশের উন্নয়ন ও স্বাধীনতার প্রতিক নৌকা: দোলন

ফরিদপুর, ০৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আরিফুর রহমান দোলন বলেছেন, দেশের উন্নয়ন ও স্বাধীনতার প্রতিক নৌকা। তাই আগামী নির্বাচনে নৌকা প্রতিকে আপনারা ভোট দিবেন। দেশের চলমান উন্নয়নের ধারা অব্যহত রাখতে পুনরায় নৌকা-র প্রতিনিধিকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। আর নৌকা জিতলে দেশের উন্নয়ন হবে, দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে।

তিনি আরও বলেন, ‘জনপ্রতিনিধি হই আর না হই মানুষের সেবায় এই এলাকার উন্নয়নের জন্যে কাজ করবো। এটি আমার অঙ্গীকার। আমার পূর্বপুরুষের ইতিহাস আপনারা জানেন। শত বছরের মানুষের কল্যাণ করার ইতিহাস আমাদের। আমরা মানুষকে দিতে পছন্দ করি। আমাদের দেয়ার ইতিহাস আছে কিন্তু এখনো পর্যন্ত নেয়ার কোনো ইতিহাস আমাদের নেই।’

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বায়সা গ্রামে শ্রী শ্রী জানকী পাগলের চতুর্থ বার্ষিক তিরোধান উৎসব উপলক্ষে মতুয়া মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরিফুর রহমান বলেন, ‘যারা নিতে জানে তাদেরতো দিতেও জানা উচিত। কিন্তু এমন জনপ্রতিনিধি আমরা আর চাই না। যারা শুধু নেবে, বিনিময়ে কিছুই দেয় না। ভালো ব্যবহারটাও করে না।’

দোলন বলেন, ‘কেন আজ ধর্মীয় অনুষ্ঠানে এসে রাজনীতির কথা বলতে হচ্ছে? এই কারণেই বলতে হচ্ছে, এই যে ধর্ম পালন এটি সুষ্ঠুভাবে করতে হলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার প্রয়োজন আছে। বিএনপি-জামায়াতের সরকারের সময় হিন্দু ধর্মের ভাই-বোনেরা ঠিকমত ধর্মীয় আচার অনুষ্ঠানও করতে পারেনি। এটাই হচ্ছে বাস্তবতা।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপি-জামায়াতের আমলে মন্দির ভাঙা হয়েছে। বিভিন্ন জায়গায় প্রতিমার ওপর হামলা হয়েছে। সেই বিএনপি-জামায়াত চক্র আবারও ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। তারা আবারও পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চক্রান্ত করছে।’

সমাজ সেবামূলক সংস্থা ‘কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আরিফুর রহমান দোলন বলেন, ‘বেগম খালেদা জিয়া যিনি ইতিমধ্যে দুর্নীতির গডমাদার হিসেবে পরিচিতি লাভ করেছেন। এতিমের টাকা চুরি করেছেন। আদালতে তা প্রমাণ হতে চলেছে। আগামী ৮ ফেব্রুয়ারি আদালতে তার দুর্নীতির মামলার রায় হবে। রায়ে কী হবে আমরা জানি না। তবে খালেদা জিয়া নিজেই জানেন তার জেল হবে। কারণ উনিতো এতিমের টাকা চুরি করেছেন।’

দোলন বলেন, ‘৮ তারিখের রায়ের পরে যদি খালেদা জিয়া দেশে অস্থিতিশীলতা তৈরি করে দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চান সেটা আমরা হতে দেব না। এটি হতে দেয়া যাবে না। আমরা কঠোরহস্তে দমন করবো। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ওই বিএনপি-জামায়াত চক্রকে প্রতিরোধ-প্রতিহত করতে হবে। আর কোনো ছাড় দেয়া যাবে না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি আলফাডাঙ্গা সদর ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ বলেন, ‘আমরা আগামীতে এমন জনপ্রতিনিধি নির্বাচন করতে চাই, যিনি জনগণের সুখে-দুঃখে পাশে থাকবেন। আরিফুর রহমান দোলন ইতিমধ্যে জনগণের সুখে-দুঃখে পাশে থেকে এলাকার উন্নয়নে ভূমিকা রেখে সেই প্রমাণ রেখেছেন।

আমরা আলফাডাঙ্গার মানুষ এই কামনা করি আগামী নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে আরিফুর রহমান দোলন আওয়ামী লীগের মনোনয়ন পাবেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করবো তিনি যেন দোলনকে মনোনয়ন দেন।’

মতুয়া মহাসম্মেলনে সুদীর কুমুর বিশ্বাসের সভাপতিত্বে ও আলফাডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক প্রবীর কুমার বিশ্বাসের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু মহাজোটের সহ-সভাপতি বাবু সুভাষ চন্দ্র সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, ফরিদপুর জেলা কৃষক লীগের সদস্য সচিব ও ফরিদপুর জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদ, গোপালপুর ইউপি চেয়ারম্যান ইনামুল হাসান প্রমুখ।

এবিএন/কে. এম. রুবেল/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত