বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

মহিষের গাড়ীতে তিস্তার চর ঘুরলেন এমপি মোতাহার

মহিষের গাড়ীতে তিস্তার চর ঘুরলেন এমপি মোতাহার

লালমনিরহাট, ০৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি তার নির্বাচনী এলাকার বিভিন্ন চর অঞ্চল মহিষের গাড়ীতে করে ঘুরে লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। গত মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীর তীরবর্তী ডাউয়াবাড়ী ও পাটিকাপাড়া ইউনিয়নের বিভিন্ন চর এলাকা ঘুরে দেখেন তিনি।

চর অঞ্চল গুলোতে ঘোড়া ও মহিষের গাড়ীই এক মাত্র যানবাহন। এ সময় তিনি তিস্তা নদীতে বিলীন ডাউয়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্ধোধন করেন। চর অঞ্চলের লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় কালে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে তিস্তা ও ধরলা নদী সেতু করা হয়েছে। আগামীতে তিস্তা ও ধরলা নদীর দুই তীরে বাধ নির্মাণ করা হবে। এ জন্য শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় নিয়ে আসতে হবে।

চর অঞ্চলের লোকজন তাদের সংসদ সদস্যকে পেয়ে আনন্দ প্রকাশ করেন। চর ডাউয়াবাড়ী এলাকার সফিকুল ইসলাম জানান, আমরা এত দিন দেখেছি শুধু ভোটের সময় চর অঞ্চলের মানুষের খোঁজ করা হয়। কিন্তু মোতাহার হোসেন সে ক্ষেত্রে ভিন্ন। তিনি নিয়মিত চর আসেন ও আমাদের খোঁজ খবর নেন। এ সময় তার সাথে হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদিউজ্জামান ভেলু ও এ্যাড. মশিউর রহমান উপস্থিত ছিলেন।

এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত