সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩১
logo
খালেদা জিয়ায় রায়কে কেন্দ্রে করে

স্থবির ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া ফেরিঘাট

স্থবির ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া ফেরিঘাট

রাজবাড়ী, ০৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : জিয়া অরফানেজ ট্রাষ্ট দূর্নীতি মামলায় খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে পরিবহন শূণ্য ঢাকা-খুলনা মহাসড়ক। রাজবাড়ীর উপর দিয়ে প্রবাহমান ঢাকা-খুলনা মহাসড়কের ১৫ কিলোমিটার পরিবহন শূণ্য। সকাল থেকে এ মহাসড়কের উপর দিয়ে দুরপাল্লার কোন পরিবহরণ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি।

ঢাকা-খুলনা মহাসড়ক পরিবহন শূন্য থাকার কারনে স্থবির ছিল ২১টি জেলার প্রবেশদ্বার হিসাবে পরিচিত দৌলতদিয়া ফেরিঘাট। বিআইডব্লিটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম জানায়, দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ১৪টি ফেরি চলাচলের জন্য প্রস্তুত থাকলেও পরিবহন ও ট্রাক না থাকায় ফেরি চলাচল স্থবির হয়ে পরেছে।

বিআইডব্লিটিসির আরেক কর্মকর্তা মোঃ কুতুবউদ্দীন জানায় ঘন্টায় ঢাকা-খুলনা মহাসড়কের উপর দিয়ে গড়ে ৩৫টি ট্রাক চলাচল করলেও সকাল সাড়ে ১১টা পর্যন্ত গড়ে ৩টি করে ট্রাক এ চলাচল করছে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ জানান, জনগনের নিরাপত্তার লক্ষে দেশের এই গুরুত্বপূর্ণ দৌলতদিয়া ফেরিঘাটে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে এবং যেকোন পরিস্থিতি মোকাবেলা করতে পুলিশ তৎপর রয়েছে।

এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত