বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

গোপালগঞ্জ, ০৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : গোপালগঞ্জে সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৬ জন।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার কাঠি গ্রামের গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আবুল কালাম মোল্লা (৪৫), হামিম (৩৫) আলামিন (৫০)।

আহত জামাত মোল্লা, রুবিনা বেগম ও তার ছেলে মাজহারুলসহ ৫ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে এবং বাকিদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, কোটালীপাড়া থেকে গোপালগঞ্জগামী একটি বাস দত্তডাঙ্গা এলাকায় দুই পথচারীকে চাপা দেয়।পরে বাস নিয়ে চালক পালানোর সময় কাঠিগ্রামে ৩টি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ২ জন এবং হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, পরে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের খানার পাড় এলাকায় বাস রেখে চালক পালিয়ে যায়। খবর পেয়ে উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে বাসে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত