
রানীশংকৈল ( ঠাকুরগাও ) , ০৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ঠিকাদার কল্যাণ সমিতির আয়োজনে ‘ঠিকাদারী লাইসেন্সের দূরীকরণের দাবিতে মানব বন্ধন করেছে। গত ৭ ফেব্রুয়ারী উপজেলার প্রধান ফটক সংলগ্নে এ কর্মসূচী পালন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলীপি প্রদান করেন।
মানব বন্ধন কর্মসূচী পালনকালে বক্তারা বলেন, আমরা জেলা উপজেলা পর্যায়ের ঠিকাদাররা প্রতি বছর সরকারকে কোটি কোটি টাকা রাজস্ব আয় দিয়ে থাকি। অথচ নতুন কিছু ঠিকাদারী শর্ত জুড়ে দেওয়ার ফলে এসব ঠিকাদারী প্রতিষ্ঠান বিলুপ্ত বা দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যার ফলে সরকার প্রতি বছর সারা দেশে কোটি কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হবে।
জেলা উপজেলা পর্যায়ের ঠিকাদাররা পাঁচ বছরের টার্নওভার শর্ত পুরণ করতে না পেরে এসব কাজ থেকে বঞ্চিত হচ্ছে। দেশের বিভিন্ন জায়গা থেকে আসা ৩-৪শত কোটি টাকার টার্নওভার সম্বলিত লাইসেন্স’র মাধ্যমে কাজ নিয়ে যাচ্ছে। এসব বৈষম্যতার তীব্র প্রতিবাদ ও দূরীকরণের জোর দাবি জানান ঠিকাদার কল্যাণ সমিতির নেতারা। এসময় বক্তব্য রাখেন, ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মো. আবু তাহের, সম্পাদক মো. সেফাউর রহমান সেফা, আহম্মেদ হোসেন বিপ্লব, মোস্তাফিজুর রহমান মোস্তাক, মো. আনিশুর রহমান বাকি, শামসুল আরেফিন, আবু শাহিন, আব্দুল কাদের গামা, মোস্থাফিজুর রহমান, রওশন আলী প্রমুখ।
এবিএন/মোঃ মোবারক আলী/জসিম/নির্ঝর