![জয়পুরহাটে বিএনপি’র বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পন্ড](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/08/joypurhat@abnews_124943.jpg)
জয়পুরহাট, ০৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : খালেদা জিয়ার রায় ঘোষনার পরে জয়পুরহাটে বিএনপি’র নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করার চেষ্টা করলে পুলিশ বাঁধা দেয়। এ সময় পুলিশের বাঁধার মুখে বিএনপি নেতা কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
রায় ঘোষনার পর বিএনপি’র জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ, র্যাব, আর্মড পুলিশ ও বিজিবি সদস্যরা তাতে বাঁধা দিলে বিএপি’র নেতা কর্মীরা ছত্র ভঙ্গ হয়ে বিক্ষোভ মিছিল পন্ড হয়ে যায়।
এদিকে এ রায়কে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ, র্যাব, আর্মড পুলিশ ও বিজিবি শহরের বিভিন্ন স্থানে টহল জোড়দার করে এবং নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি’র ১৯ কর্মী-সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এবিএন/ এরশাদুল বারী তুষার/জসিম/নির্ঝর