শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • লক্ষ্মীপুরে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষে আহত ১৭
রায়কে কেন্দ্র করে

লক্ষ্মীপুরে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষে আহত ১৭

লক্ষ্মীপুরে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষে আহত ১৭

লক্ষ্মীপুর, ০৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে আওয়ামীলীগ ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে সাংবাদিকসহ ১৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রায় ঘোষণার পর বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বাস-ভবনের দরজা জানালা ভাঙচুর করা হয়। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাসিবুর রহমান জানান, বেগম খালেদার জিয়ার রায় ঘোষণার খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের কতিপয় নেতাকর্মীরা সাবেক এমপি এ্যানী চৌধুরীর বাস-ভবনে হামলা করে।

এ সময় জেলা ছাত্রদলের সভাপতি মামুনসহ ১০ জন আহত হয়। তিনি জানান, গত ৩ দিনে জেলার প্রায় ২ শতাধিক নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এদিকে জেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুন্নবী সোহেল জানান, রায় ঘোষণার পর শহীদ চৌধুরী এ্যানীর বাস-ভবন থেকে বিএনপির নেতা-কর্মীরা ছাত্রলীগের আনন্দ মিছিলের উপর হামলা চালালে ছাত্রলীগের ৫ জন আহত হয়।

অন্যদিকে সংঘর্ষের ঘটনা সংবাদ সংগ্রহ করতে গিয়ে মাছরাঙা টিভি ও মানবকন্ঠের জেলা সংবাদদাতা সাংবাদিক শাকের মোহাম্মদ রাছেল এবং জেটিভি ও বজ্রশক্তি জেলা প্রতিনিধি সাংবাদিক রুবেল হোসেন আহত হয়। সাংবাদিক ২ জনকে গুরুত্বর আহত অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সকাল থেকে জেলা ব্যাপী আইন শৃংঙ্খলা বাহিনী পুলিশ, র‌্যাব, ডিবি ও বিজিবির সদস্যরা রাস্তার মোড়ে মোড়ে অবস্থান নেন ও টহল জোরদার করেন। জেলার কোথাও বিএনপির কোনো মিছিল বা সমাবেশের সংবাদ পাওয়া যায়নি। তবে আদালত প্রাঙ্গণে বিএনপি সমর্থক আইনজীবীরা এডভোকেট হাসিবুর রহমানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

এবিএন/অ আ আবীর আকাশ/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত